Friday, February 10, 2012

anicchuk saarothiraa

অনিচ্ছুক সারথিরা

চলে গেছে মহাযুগ। সমতল এই চরাচরে

অগত্যা অযুতদ্বিধ সারথির ভূমিকায় নামো।

কোথায় বিস্মৃত তীর্থ? কিংবা পথ? মুহূর্তের তটে

ন্যূনতম প্রণিধানও উল্লাসের ব্যর্থ প্রতিযোগী।

অথচ যাচক বসে, পথে পথে, কুটিরে কুটিরে।

অথচ সমস্ত গোলা ধানে ভরা, তীরে ভরা তূণ।

অথচ সকল শাস্ত্র সমস্বরে দিল পরোয়ানা।

তবে কেন চিকীর্ষুর কর্মদণ্ড আজও হতবাক?

হয়তো আহত তুমি, অসমান যুদ্ধের অঙ্গনে,

অথবা ব্যাপৃত হৃত রাজ্য-মিত্র-পাত্রীর উদ্ধারে,

নচেৎ বিপথগামী, ভগ্নচিত্ত, বিষণ্ণহৃদয়,

কী করে জানব, প্রিয়? বসেই তো আছি পথ চেয়ে!

বুদ্ধের নির্বাণে শুরু, বিপ্লবের আগুনে রঙিন,

নবীনের স্মিত প্রশ্ন: মানুষের কবে জন্মদিন?

২০০৪ সালে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সি পি এম যোগদান না করবার সিদ্ধান্তের খবর পেয়ে লেখা

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home