Friday, February 10, 2012

haasilkaakaake niye tin txukro poddo

শহরকে

হয়তো জাদু তোর আছে হাতে।

স্রোতের পিঠে স্রোত পরম্পর

আসান হয়ে যায়। অপঘাতে

বাতিল বনিতার স্বয়ংবর,

তবু সে বহুমুখী, ওতপ্রোতা

কুহকে বুদ্ধিতে। বজ্রসেন

অযুতদ্বিধ আজও।


আঠারো ঘা,

বধির আগ্রহ, টানাপোড়েন,

ভাবানুষঙ্গিক প্রমাণাভা:

হাসিলকাকা বুঝি জারি হবেন।



হাসিলকাকা দুই


হাসিলকাকার ফাজিল শ্লাঘা

প্রগতির প্রতিবন্ধকই;

দার্ঢ্য রটায় নাচের জটায়

নটের আত্মসংগতি।

হাসিলখুড়ো বাক্যে রূঢ়,

মনমেজাজে আপস কম,

জেদই অধিক।

কাকার প্রতীক

সবুজ ইনকিলাবের গম?

নামজাদা তুই হারামজাদা

বিপ্লব, তোর ছুঁচ্ছি খুর:

জহর-ব্রতের জাহির আতস,

ত্বং হি ফসল চন্দ্রচূড়।


হাসিলকাকা তিন

“চাচা হাসিল, জানেন কত ধানে কত চাল?”

ধারাবাহিক জবাব দিতে হবে। গতকাল

সদ্য দুর্যোগ চুকেছে। অল্পবিস্তর বিধ্বস্ত

জনপদের হিম্মত। জ্ঞান দেবে এক প্রস্থ

নবধারার রমেন। বুঝে দেখ, আয়োজন

কোন মহাসমরের। “হে আজাদ জনগণ,

আমি হাসিল জনাব, ওরফে শ্রী ইনকিলাব,

দাও আমাকে স্বীকৃতি, আমি জোগাবো সংস্থিতি...”


কোন কোন জল তুলসী-ধোয়া,

কোন কোন জল বেনো,

জনাব বুঝি চেনো?

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home